মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সিলেটে কারারক্ষী ও পুলিশসহ ২১ জন করোনায় আক্রান্ত

সিলেটে গত ২৪ ঘণ্টায় দুই কারারক্ষী ও ৮ পুলিশ সদস্যসহ আরো ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি রাতে নিশ্চিত করে জানান, হাসপাতালের ল্যাবে আজ ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে দুজন সিলেট কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী, ৭ জন বিশ্বনাথ থানার পুলিশ সদস্য এবং একজন সিলেট মহানগর পুলিশের সদস্য রয়েছেন। বাকীরা সিলেট সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা বলে তিনি জানান।

সিলেট জেলার বিশ্বনাথ থানায় এ নিয়ে ২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এর আগে এই থানার ১৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মূসা জানান, আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 

এনিয়ে সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৬ জনে এবং বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪৫৩ জন।