মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে কেন্দ্রীয় নেতা তারেক শামস খান হিমু’র শোক।

আলিজা বিনতে আশরাফ,সহ-বার্তা সম্পাদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা ও সাবেক পরিবেশ ও বনমন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে মারা যান তিনি। উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কিছুদিন আগে সিএমএইচে ভর্তি হন তিনি।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির বিপ্লবী সংগ্রামী সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য জননেতা তারেক শামস খান হিমু।

এ বিষয়ে জননেতা তারেক শামস খান হিমু এর সাথে গণমাধ্যমের কথা হয়।

তিনি বলেন- সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ও জাতীয় রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, তিনি গতকাল রাত্রিতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।