শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বাজেটে বরাদ্দ দেয়ার দাবি

এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এক সাথে জাতীয়করণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দসহ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে ফোরামের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও  এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র  মোঃ নজরুল ইসলাম রনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারীরা দীর্ঘ দিন থেকেই বেতন বৈষম্যের শিকার। শিক্ষকরা বর্তমানে ২৫ শতাংশ ঈদবোনাস পেয়ে আসছেন। যা দীর্ঘ ১৬বছরেও পরিবর্তন হয়নি।করোনার প্রভাবে এমপিওভুক্ত শিক্ষকরা আজ দীর্ঘদিন ধরে গৃহবন্দি।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ,ছাত্র বেতন বন্ধ।শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠান থেকে যে সামান্য সম্মানী ও ভাতা পেতেন তাও বন্ধ। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হলে ছাত্র ,শিক্ষক অভিভাবক ও রাষ্ট্র সবাই সুফল পাবে বলে মনে করেন শিক্ষক নেতা নজরুল ইসলাম রনি।
সচিবের কাছে দেয়া আবেদনে তিনি বলেন,এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র ১০০০টাকা বাড়ি ভাড়া ও ৫০০টাকা চিকিৎসা ভাতা পান। যা দীর্ঘ ১১বছরেও পরিবর্তন হয়নি।।বহুদিন থেকেই সরকারি নিয়মে ঈদবোনাস ও বাড়ি ভাড়া দাবি করে আসছি।কিন্তু শিক্ষক সমাজের ন্যায্য দাবি পূরণ হচ্ছে না।বর্তমানে করোনার এ দুঃসময়ে এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক সমস্যা মারাত্মক পর্যায়ে।এমপিও’র সামান্য বেতনে তাদের জীবন যাপন এখন খুব কষ্টসাধ্য ও দুঃসহ।এমপিওভুক্ত শিক্ষকদেরকে প্রণোদনাও দেয়া হলো না।শিক্ষকরা ত্রাণসামগ্রীও চাইতে পারেন না।রেশনিং প্রথাও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চালু হয়নি।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূর করণে আসন্ন ২০২০-২০২১ অর্থ বাজেটে ২৫ শতাংশ ঈদবোনাসের পরিবর্তে সরকারি নিয়মে শতভাগ ঈদবোনাস ও ১০০০টাকার পরিবর্তে সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এক সাথে জাতীয়করণ ঘোষণায় প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখতে শিক্ষা সচিবের সহযোগিতা কামনা করেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।