শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভাড়া বেশি নিলে ডাম্পিং ব্যবস্থা গ্রহণের হুমকি

করোনা পরিস্থিতির মধ্যে সরকার নির্দেশিত নিয়ম না মেনে বেশি ভাড়া আদায় করলে ডাম্পিংসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (২৬ জুন) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কিছু পরিবহনের বিরুদ্ধে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। করোনা সংক্রমণকালে গণপরিবহনের অধিকাংশ ক্ষেত্রেই যাত্রী সংকট রয়েছে। অথচ কিছু পরিবহন অধিক ভাড়া আদায় করছে। আমি বিআরটিএকে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।