শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনাকালে সন্তান জন্মদানে মাতৃমৃত্যু হার বেড়েছে

নিজস্ব সংবাদদাতা : করোনাকালে সন্তান জন্ম দিতে গিয়ে দেশে মাতৃমৃত্যু হার বেড়েছে বলে জানিয়েছে গাইনি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ওজিএসবি।

এই সময়ে ৫৪ ভাগ মাতৃমৃত্যু হয়েছে বাড়িতে। ওজিএসবির আয়োজনে “মিট দ্যা মিনিস্টার” অনলাইন সেমিনারে এই তথ্য প্রকাশ করে ওজিএসবি।

মায়েদের মাতৃমৃত্যু রোধে কাজ করছে সরকার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। করোনাকালীন সময়ে মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।