শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রেনেড হামলা ইস্যুতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নৃশংস সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, ২১শে অগাস্টের গ্রেনেড হামলার ঘটনা তার একটি। ইতিহাসের এই বর্বরোচিত গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলাটির আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজাদ জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়াকে মূল ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করে এ আবেদন করা হয়েছে। বেলা ১১টা নাগাদ আবেদনের বিষয়ে শুনানি হবে।মামলার আবেদনে অভিযোগ করা হয়, মেজর জিয়া যেভাবে আড়ালে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। খালেদা জিয়া একইভাবে শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যকার তিক্ত রাজনৈতিক সম্পর্কের একটি বড় কারণ হচ্ছে ২১শে অগাস্টের গ্রেনেড হামলা। এ ঘটনা দুই দলকে আরও বেশি বিপরীত মেরুতে ঠেলে দিয়েছে।