বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদায় ঈদুল আযহা উদযাপিত

আলিজা বিনতে আশরাফ, নির্বাহী সম্পাদক: আজ মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। সারা বাংলাদেশের ন‍্যায় নাগরপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নাগরপুরে ঈদের প্রধান জামাত সকাল ৯ ঘটিকার সময় চৌধুরী বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। যদিও চৌধুরী বাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে চৌধুরী বাড়ি কেন্দ্রীয় মসজিদে উক্ত জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

একইভাবে নাগরপুর সরকারি কলেজ ঈদগাহ্ মাঠের জামায়াতটিও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন হয়ে নাগরপুর বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

এছাড়া ধারাবাহিকভাবে এলাকাভিত্তিক সকল মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পেশ করা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনায় সকল মুসল্লিদেরকে সাথে নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানির মাধ্যমে ঈদের যাবতীয় কর্তব্য শেষ করবেন।