মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মহান মে দিবস পালিত

টাঙ্গাইলে মহান মে দিবস পালিত।

কাজি মোস্তফা রুমি: ‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত হয়েছে ৷

সোমবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যােগে শহরের পৌর উদ্যােনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন টাঙ্গাইলের ৪২ লক্ষ মানুষের প্রাণের স্পন্দন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সফল চেয়ারম্যান একুশে পদপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক

জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ। এসময় বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও তাদের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আজকে শ্রমিকরা সুসংগঠিত। আমরা শ্রমিকদের ন্যায্য আদায়ের লক্ষ্যে কাজ করছি।

তবে একটি মহল আবারো টাঙ্গাইলের রাজনীতিতে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল অবশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷