শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনা শনাক্ত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সুত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সুত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার  এর নমুনা পরিক্ষা করে তার ফলাফল করোনা পজিটিভ এসেছে। তার নাম হালিম। তিনি জরুরী বিভাগে কর্মরত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোমমিনুল হাসান হিমেল জানান, ঘাটাইলে করোনা বিষয়ক ও অন্যান্য রোগীদের সেবা দিতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সদা বিনয়ী, কর্মঠ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কভিড- ১৯ পজিটিভ হয়েছে। তিনি সেসময় মানুষকে আরও সতর্ক হয়ে চলাফেরার আহ্বান জানান। এর আগে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঘাটাইলে এখনপর্যন্ত দুইজনমারা গেছে।