শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবাবগঞ্জে ১৯৫ নমুনা পরীক্ষায় শনাক্ত ৮৯

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শেষ ২৪ ঘণ্টায় ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই প্রথম এ উপজেলায় একসঙ্গে এতো বেশি করোনা রোগী শনাক্ত হলো। এর আগ পর্যন্ত এ উপজেলায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়।

রোববার (৩০ মে) রাত ১টায় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ বলেন, গত রোববার (২৪ মে), মঙ্গলবার (২৬ মে) ও বৃহস্পতিবার  (২৮ মে) এ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ১৯৫ জনের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে আইইডিসিআর থেকে মোবাইল ম্যাসেজের মাধ্যমে আক্রান্তদের রিপোর্ট  জানা যায়।

এ নিয়ে এ উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫২ জনে। এর মধ্যে এরই মাঝে সুস্থ হয়েছেন ১৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের।