শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাওনা টাকার দাবিতে টাঙ্গাইল আরিচা মহাসড়কের জমির মালিকগণের মানববন্ধন

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক (আর-৫০৬) মহাসড়কের সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাবিত জমির মালিকগণ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। 

বুধবার (২৫ অক্টোবর) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও জমির মালিক মাহমুদুল হক সানু, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক ও এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমূখ। 

বক্তারা বলেন, মহাসড়কের সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাবিত জমির ক্ষতিপুরণ না দিয়ে রাতের আধাঁরে তারা সড়কের দুইপাশে মাটি ভরাট করে যাচ্ছে। বার বার বলা সত্ত্বেও বিষয়টি আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বক্তারা আরও বলেন, আনতি বিলম্বে আমাদের ক্ষতিপুরণ না পেলে বৃহত্তর আন্দোলন কর্মসুচী ঘোষনা করা হবে। 

মানববন্ধনে ৫৪জন জমির মালিকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।