সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মায়ের নিকট মেয়ের চিঠি

  • ওমর ফারুক মোল্লা

সাত রাজার ধন-

            পাইছি মাগো,

করিও আর্শীবাদ

            পায় যেনো গো-

তোমার নাতি

            সুর্দীঘ হায়াত।

থাকে যেনো মহাসুখে-

            দিব্যি চলে দিন,

চাইনা আমি শোধ করুক সে-

            প্রসব ব্যাথার ঋণ।

খিলখিলিয়ে যখন হাসে

আমার মানিক ধন

স্বর্গ সুধায় ভরে উঠে

            আমার হিয়া-মন।

প্রসফুটিত, পুলকিত

স্বর্গ কানন সুখ

বিরাজ করে গহিন মনে

            দেখলে তাহার সুখ।

            বাপ যে তার

              বেজায় খুশি

মানিক রতন পেয়ে

            খুশির খড়স্রোত এসেছে

বেহেস্তের দ্বার বেয়ে

আপ্লোত তার ফুফু-দাদী

 চাচা-জ্যাঠা-দাদা

            একই সুরে বলছে সবাই

পাইছে শাহ্জাদা।

হ হ করে বলছে মানিক

            নানা নানী কই

বলছি আমি আসতেছ মা

আসতেছে তুর সই।