বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রধান তথ্য কর্মকর্তা শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন

সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে দেওয়া জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। সরকারি কর্মকাণ্ডে অনন্য অবদানের জন্য সরকার তাকে এ পুরস্কার দিচ্ছেন। মঙ্গলবার (৩০ জুন) এক চিঠিতে পুরস্কার পাওয়ার বিষয়টি তাকে অবহিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থাসমূহের প্রধানদের মধ্য হতে ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন। শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ অনুযায়ী গত ২৩ জুন এক অফিস আদেশের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় প্রধান তথ্য অফিসারের মনোনয়ন ঘোষণা করে।

শুদ্ধাচার পুরস্কারের জন্য তথ্য মন্ত্রণালয়ের অপর দুই জন হলেন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ গোলাম আজম এবং অফিস সহায়ক মো. আব্দুল আলীম।