শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বিশ্বে করোনা সংক্রমণে বাংলাদেশর অবস্থান ৩৪ নম্বর

লকডাউন শিথিল করতেই বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে ১,০৩৪ জন। যা গতকালের চেয়ে ১৪৭ জন বেশি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫,৬৯১।

৩৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭,২০৮ জনের নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। যদিও বিশেষজ্ঞরা দাবি করছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। আজ রেকর্ড পরিমাণ আক্রান্তের কারণে বিশ্ব র‍্যাংকিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ৩৪ নম্বরে। গত ৫ মে বাংলাদেশের অবস্থান ছিল ৩৭। বাংলাদেশ ছাড়িয়ে গেছে আরকাইন, রোমানিয়া, ইন্দোনেশিয়াকে।

আক্রান্তের সংখ্যায় আজ পর্যন্ত যথারীতি শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১,৩৬৭,৯৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মাঝে মৃত্যু হয়েছে ৮০,৭৮৭ জনের। দ্বিতীয় স্থানে থাকা স্পেনে আক্রান্তের সংখ্যা ২৬৪,৬৬৩ এবং মৃত্যু হয়েছে ২৬,৬২১ জনের। যুক্তরাজ্যকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ২২১,৩৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২,০০৯ জনের।