শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দেদারসে বিক্রি হচ্ছে মাদক

নিজস্ব সংবাদদাতা : আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নাকের ডগায় রাজধানীতে দিনে দুপুরে দেদারসে বিক্রি হচ্ছে মাদক। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের সদিচ্ছার অভাবেই মাদকের বিস্তারের লাগাম টানা যাচ্ছে না। তবে এমন অভিযোগ মানতে নারাজ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। তাদের দাবি, প্রতিদিনই মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

কারওয়ান বাজার রেললাইন, কিছুক্ষণ দাঁড়ালেই চোখে পড়বে প্রকাশ্যে গাঁজা বিক্রির দৃশ্য। যেন হাট বসেছে মাদকের। রেললাইনের দুপাশে কারবারিদের কেউ দাঁড়িয়ে আবার কেউ বা খুপড়ি ঘরে বসে বিক্রি করছে মাদক। সবচেয়ে ভয়ংকর বিষয় বিক্রেতাদের বেশির ভাগই নারী।

রেললাইন ধরে সামনে যেতেই খুঁজে পাওয়া যায় ইয়াবা বিক্রেতাকেও। একজন ইয়াবা বিক্রেতা জানান, আসল মাদক খেতে চান তাহলে ৫০০ টাকা লাগবে।

অভিযোগ আছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করেই দীর্ঘদিন এই এলাকায় ব্যবসা করছে মাদক কারবারিরা। এক কারবারি জানান, প্রতিদিন এখানে সাত কেজি গাঁজা বিক্রি হয়। বিষয়টি পুলিশ জানে। তারা এখান থেকে টাকা নিয়ে চলে যায়।

এদিকে চোখের সামনে মাদক বিক্রি হলেও দায়িত্বরত পুলিশ সদস্য বলছেন ভিন্ন কথা।

এক পুলিশ সদস্য জানান, একজন পুলিশ ও আনসার সদস্য নিয়ে কাজ করা কঠিন। জনবল বাড়ানো হলে ব্যবস্থা নেয়া যাবে।

সমাজ বিজ্ঞানীরা বলছেন, দায়িত্বশীল প্রতিষ্ঠান সঠিকভাবে দায়িত্ব পালন করলে প্রকাশ্যে মাদক বিক্রি সম্ভব না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এই বিষয়গুলো জানে না মানে হলো তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। মাদকের প্রবেশ বন্ধ করতে হবে। একই সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে।

তবে পুলিশের দাবি, মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে।

ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) ওয়ালিদ হোসেন বলেন, মাদক প্রকাশ্যে বিক্রি হয়; এটা আমি মেনে নিতে পারছি না। কেননা প্রতিদিন অনেক মাদক ব্যবসায়ী আটক হচ্ছেন। আমরা মাদকসেবীদের আইনের আওতায় নিয়ে আসছি।

আর রাত হলেই নিষিদ্ধ সীসার নেশায় বুঁদ হতে অভিজাত এলাকায় বারে ছুটে যায় অনেকে।