শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশীকে গুলি করে হত্যা

লিবিয়ায় ৩৮ জন ইউরোপ গামী অধিবাসীদের গুলি করে হত্যা করেছে আন্তর্জাতিক মানব পাচারকারী একটি সংগঠন। এটি নিশ্চিত করেছে র‍্যটাস এর মাজে আছেন ৪ জন আফ্রিকান লিবিয়া সরকার এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন।  লিবিয়ার মানব পাচারকারী একজনের পরিবার এই ২৬ জনকে বাংলাদেশীকে ৪ জন আফ্রিকানকে গুলি করে হত্যান।

করেন লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে তাদের একটি চক্র আটক করে। আটক করার পরে তাদের লিবিয়ান আদিবাসীর বাসায় নেওয়া হয়।  সেখানে তাদের টর্চার করা হয় এবং মাথাপিছু ৭ হাজার ডলার করে চাওয়া হয়েছে। তাদের টাকা না দেওয়াতে টর্চার করা হয় সেখানে থাকা ৪ জন আফ্রিকান সেখানকার লিবিয়ান অধিবাসীকে পিটিয়ে হত্যা করে।

এ হত্যা করার কারণে লিবিয়ান অধিবাসের আত্মীয়-স্বজন এসে এলোপাতাড়ি গুলি করেন সেখানে ২৬ জন বাংলাদেশি ৪ জন আফ্রিকান  মারা যায়। আরো ১১ জন বাংলাদেশীকে সেখানকার একটি হসপিটালে নেওয়া হয়।  তাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশ এম্বাসি কর্মকর্তারা।  নিহত বাংলাদেশির মৃতদেহ মিলথ্যা হসপিটালে রয়েছে জানান  র‍্যটাস।

সূত্র : ইসলামিক সংবাদ