বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শুল্ক আরোপসহ কাঁচাপাট রফতানি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে

আজকের দেশবার্তা রিপোর্টঃ বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন ভুল তথ্যের মাধ্যমে দেশে পাটের সংকট দেখিয়ে কাঁচাপাট রফতার ওপর ২৫০ মার্কিন ডলার অর্থাৎ প্রতি মণ পাটে ৮০০ টাকার বেশি শুল্ক আরোপের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে প্রস্তাব করেছে। একই সঙ্গে কাঁচাপাট রফতানি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে। এটা বাস্তবায়ন হলে পাটের বাজারে ধস নামার পাশাপাশি দেশের কোটি কোটি কৃষক পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে আগামীতে পাট চাষে উৎসাহ হারাবে।

রফতানি শুল্ক আরোপসহ কাঁচাপাট রফতানি বন্ধের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজেএর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, কাঁচাপাট রফতানির সঙ্গে জড়িত খুলনা, ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, উত্তরবঙ্গসহ সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ত লক্ষাধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে যাবে।

বিজেএর চেয়ারম্যান বলেন, ১৯৮৪-৮৫, ২০০৯-১০, ২০১৫-১৬, ২০১৮-১৯ অর্থবছরে ভুল তথ্যের ভিত্তিতে কাঁচাপাট রফতানি বন্ধ হওয়ায় কাঁচাপাট ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সম্প্রতি বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণেও ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এমন অবস্থায় কাঁচাপাট রফতানি বাণিজ্যে নিয়োজিত থাকার পরও কোনো ধরণের প্রণোদনা আমরা পাইনি। তাই প্রণোদনার দাবিসহ শুল্ক আরোপ বন্ধ ও কাঁচাপাট রফতানির অপচেষ্টা সফল না হতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।