শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সখিপুরে নমুনা দেয়ার দুইদিনের মাথায় স্কুল শিক্ষকের মৃত্যু

টাংগাইলের সখিপুরে করোনাভাইরাস সন্দেহে নমুনা দেয়ার দুই দিনের মধ্যেই স্কুল শিক্ষক মাজম আলী (৩০) আজ মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের নিজ বাড়িতে কোয়ারেন্টিন থাকা অবস্হায় তিনি মারা যান।
স্হানীয় সূত্রে জানা যায় নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক মাজম আলী সিলেটের একটি এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।বেতন ভাতা তোলার জন্য তিনি গত আটদিন আগে তাঁর কর্মস্থল সিলেটে যান এবং ফিরে আসেন।এলাকাবাসী এর পরেই তাকে নিজ বাড়িতে কোয়ারান্টাইনে রাখেন।ওই শিক্ষক নিজে থেকেই গত শনিবার সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা সন্দেহে নমুনা দিয়ে যান।তাঁর শরীরে প্রচুর গুটিবসন্ত (পক্স) দেখা দিয়েছিল।আজ সোমবার নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান বলেন,গত শনিবার ঐ শিক্ষক তাঁর নমুনা দিয়ে যান,গতকাল রবিবার তাঁর নমুনাসহ ১৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রে নমুনা প্রেরণ করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নমুনা পরিক্ষার ফলাফল আসেনি।লোকটি করোনা আক্রান্ত ছিল কিনা তা আগামিকাল নিশ্চিত করে বলা যাবে।

-সাজ্জাত হোসেন রবিন, সখিপুর প্রতিনিধি