শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সখীপুরের কাকড়াজানে দরিদ্র কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

এক দিকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়, অন্যদিকে শারীরিক অক্ষমতা ও টাকার অভাব। এসব কারণে জমির পাকা ধান কাটা সম্ভব হচ্ছিলনা চাষী কদ্দুস মিয়ার। এমন পরিস্থিতিতে সংসারে সংকট ও খাবারের অভাব নিয়েই দিনাতিপাত করছিলেন তিনি। এ খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। উপজেলা ও কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামের দরিদ্র চাষী কদ্দুস মিয়ার পাকা ধান কেটে দিয়েছেন। এই ধান কাটার উদ্যোগ নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। বৃহস্পতিবার ওই কৃষকের ৫০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘এই ধান কাটা কর্মসূচিতে আমার সঙ্গে অংশ নেন ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগ। ধান কাটায় আরও অংশ নেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান‌ কে‌টে দেওয়ায় কৃষক কদ্দুস মিয়া দারুণ খু‌শি।