শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে স্বেচ্ছাশ্রমে নির্মাণ হচ্ছে কাঁঠের সেতু

আজকের দেশবার্তা রিপোর্টঃ সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে খোর্দ্দা ও চরখোর্দ্দা গ্রামে বন্যার পানি কমে যাওয়ার পর এলাকাবাসীর অনুরোধে ইউনিয়ন পরিষদ এবং এসকেএস ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংগঠন স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহায়তা এটি মেরামতের উদ্দ্যোগ গ্রহণ করে। এলাকার মানুষ স্বঃতস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে এই সেতুটি নির্মাণে সহায়তা করছে। 

জানাগেছে, এসকেএস ফাউন্ডেশন দাতা সংস্থা স্ট্রাট ফান্ড বাংলাদেশের আর্থিক সহায়তায় ৩০০ ফুট কাঁঠের সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। বরাদ্দকৃত অর্থ দিয়ে নির্মাণ সামগ্রী হিসেবে বাঁশ, লোহা, খুঁটি, কাঁঠসহ বিভিন্ন  উপকরণ কেনা করা হয়। অন্যদিকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে  স্থানীয় গ্র্রামবাসী তাদের পরিশ্রম দিয়ে সহায়তা করে। উল্লেখ্য আগামী দু এক দিনের মধ্যেই কাজ শেষ হলে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।