রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সোনারগাঁও ইউনিভার্সিটি’র টেক্সটাইল বিভাগে প্রফেসর আবুল কাশেমের যোগদান।

ক্যাম্পাস প্রতিনিধি : সোনারগাঁও ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ টেক্সটাইল একাডেমিক জগতের স্বনামধন্য প্রফেসর আবুল কাশেম যোগদান করেন। ইতিপূর্বে তিনি টেক্সটাইল শিক্ষার চারণভূমি বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি (বুটেক্স) এ ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সদ্য ভিসি পদ থেকে অবসর গ্রহণের পর বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী আধুনিক শিক্ষার প্রসার ও আউট কাম বেসড এডুকেশন এবং স্মার্ট টেক্সটাইল শিক্ষার নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন । তার বর্ণাঢ্য চাকরিজীবনে কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অধ্যক্ষ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মহাপরিচালক এবং পরিশেষে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্সের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ০১/০৪/২৩ইং তারিখে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর হিসেবে যোগদান করেন। এরি প্রেক্ষিতে গত ০৯/০৪/২০২৩ ইং তারিখে ১৪৬,মহাখালী ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব রেজাউল করিম ও সহকারি রেজিস্টার মাহমুদ আল মাসুদ এবং উক্ত ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।
শুভেচ্ছা বিনিময় শেষে ক্যাম্পাসের সকলের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, আমার জ্ঞানলব্ধ একাডেমিক অভিজ্ঞতাকে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে ছড়িয়ে দিতে চাই এবং আলোকিত করতে চাই সোনারগাঁও ইউনিভার্সিটি কে।