শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৩শ মানুষের পাশে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মচারীরা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ১ হাজার ৩০০ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশা ও ভ্যানচালকদের মাঝে তিন দিনব্যাপী একবেলার খাবার বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠানের সেফ ওয়াটার এডভাইজার পদে কর্মরত খণ্ডকালীন শতাধিক বিপণন কর্মচারী।

স্বল্প বেতনের বিপণন কর্মচারীদের উদ্যোগে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, হতদরিদ্র, রিকশা ও ভ্যান চালকদের মাঝে তৃতীয় দিনের মতো একবেলা খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

খণ্ডকালীন শতাধিক বিপণন কর্মচারীদের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রকল্প ব্যবস্থাপক রাহাত ইকবাল বলেন, এই বৈশ্বিক দুর্যোগে হতদরিদ্র, খেটে খাওয়া মানুষদের দুর্দশা অনুধাবন করে ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেয়া।

গত শুক্রবার বিকেলে কয়েকটি দলে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় একবেলা খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।