শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ আগস্ট থেকে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু

আজকের দেশবার্তা রিপোর্টঃ অবশেষে ঘোষণা করা হলো একাদশ শ্রেণির ভর্তি আবেদনের তারিখ। আগামী ৯ আগস্ট থেকে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির সভাপতিত্বে এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভর্তির যাবতীয় তথ্য পাওয়া যাবে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে। 

বৈঠকে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হয়। এবার তেমন বড় কোনো পরিবর্তন নেই নীতিমালায়। শুধু মুক্তিযুদ্ধ ছাড়া অন্যকোটা বাদ দেয়া হয়েছে। তবে, ক্রীড়া বা সংস্কৃতিক অঙ্গনের বিশেষ পারদর্শিতা থাকলে আগ্রধিকার পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এবার প্রায় ১৯ লাখ ছেলে-মেয়ে কলেজ ভর্তির আবেদন করবে।