মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

সরিষাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ীঃ জামালপুরের সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোর ধান/চাল সংগ্রহ-২০২১ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সরিষাবাড়ী উপজেলা খাদ্যগুদাম এর আয়োজনে এ ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বোর ধান/ চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমাযুন কবীর,খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী প্রতিনিধি মোঃ আবুল হোসেন ও ব্যবসায়ী রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য গুদাম সূত্রে জানা যায়,চলতি অর্থ বছরে ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা ২ হাজার ৫শ ৩০ মেঃটন,গম ১০২ মেঃ টন,চাল ১ হাজার.৮’শ ৮৮ মেঃ টন। ধান প্রতিমণ-১০৮০ টাকা,চাল প্রতি কেজি ৪০ টাকা এবং গম প্রতি কেজি ২৮ টাকা হারে ক্রয় করা হবে বলে জানা গেছে। যা আগামী ১৬ আগস্ট ২০২১ পর্যন্ত কেনা কাটা করা হবে।