শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনাকালে গাজীপুরের এক স্কুলছাত্রী বাল্যবধূ হয়ে এল সখীপুর;

দেশে করোনা আক্রান্ত জেলার মধ্যে গাজীপুর তৃতীয় নম্বরে। এ করোনাকালে গত সোমবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা থেকে নবম শ্রেণির এক ছাত্রী বাল্যবধূ হিসেবে সখীপুরে আসে। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকেলে উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে বরের বাড়িতে অভিযান চালায়। আদালতের অভিযানের টের পেয়ে বর, বরের বাবা-মা সটকে পড়েন। পরে বরের বোন জামাই মো. আরিফকে আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। আদালত সূত্রে জানা যায়, উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের বাদশাহ মিয়ার ছেলে আসাদুলের সঙ্গে সোমবার গাজীপুর জেলার কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকার নবম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়। কালিয়াকৈরের জনৈক নিকাহ নিবন্ধনকারী (কাজি) এ বিয়েটি পড়ান। সোমবার রাতে তিন-চারজনের বরযাত্রী ওই স্কুলছাত্রীকে বধূ করে নিয়ে সখীপুর আসে। ভ্রাম্যমাণ আদালত খবর পেয়ে মঙ্গলবার বিকেলে বরের বাড়িতে অভিযান চালায়। এসময় অভিযানের টের পেয়ে বর ও বরের বাবা-মা পালিয়ে যান। পরে বরের বোনের জামাই আরিফকে ১০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বাল্যবিবাহ নিরোধ আইনে বরের বোন জামাইকে সাজা দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।