শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে হিজরা সম্প্রদায়সহ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

টাঙ্গাইল জেলা পুলিশের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে বেদে সম্প্রদায়, হিজরা সম্প্রদায়সহ কর্মহীন অসহায় ৬ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল জেলা সিটি ব্যাংক শাখা। বৃহস্পতিবার সকালে প্রথমেই টাঙ্গাইল এসপি পার্কে হিজরা সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে টাঙ্গাইল পৌর সভার আশেকপুর এলাকায় রাস্তার পাশে থাকা বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তারা। এছাড়াও বিভিন্ন উপজেলায় পুলিশের সহযোগিতায় একযোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানা যায়। এসময় টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ৭ তারিখ থেকে টাঙ্গাইল পুরো জেলায় লকডাউন করেছে জেলা প্রশাসন। লকডাউনের কারণে কর্মহীন মানুষদের যাতে খাবারের কষ্ট না হয় এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং অসুস্থ মানুষের সেবা নিশ্চিৎ করার লক্ষ্যে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং এই জেলার কেউ যাতে জেলার বাহিরে না যায় এবং কেউ যাতে অন্য জেলা থেকে টাঙ্গাইলে না আসে সেই জন্য মহাসড়কসহ শহরের বিভিন্ন জায়গায় চেক পোস্ট বসানো হয়েছে। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদের ব্যাপারে আরও কঠোর হওয়ার কথাও জানিয়েছেন তিনি। ত্রাণ বিতরণের সময় সিটি ব্যাংক টাঙ্গাইল শখার ম্যানেজারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।