মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

৪৫০ আদিবাসীকে শিশু খাদ্য ও খাদ্য সহায়তা বিতরণ ঘাটাইলে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল গ্রামের হতদরিদ্র বর্গাচাষি মাসুদ মিটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে করোনার কারণে কর্মহীন ৪ শত ৫০টি আদিবাসী পরিবারকে খাদ্য সহায়তা প্রধান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেতুয়া পাড়া মসজিদ সংলগ্ন খোলা মাঠ থেকে এসব খাদ্য সহায়তা প্রধান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ,সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত শিকদার, আদিবাসী ট্রাইবালওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি অনিল চন্দ্র বর্মণ প্রমূখ।

সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় আদিবাসিদের হাতে তুলে দেওয়া হয় চাল, করলা, আলু।
একই সাথে উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু আদিবাসীদের খাদ্য বিতরণ বিষয়ে জানায় আমরা উপজেলা পরিষদ আর উপজেলা প্রশাসন মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে পর্যন্ত মহামারী করোনাভাইরাস পুরো নির্মুল না হবে আমারা অসহায় কৃষক শ্রমিকদিন মুজুরের পাশে আছি ।