শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭ জেলা ভারি বর্ষণ আর উজানের ঢলে প্লাবিত

ভারি বর্ষণ আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সাত জেলার নিম্নাঞ্চল। সুরমা নদীর পানি বেড়ে সুনামগঞ্জ শহরের কয়েকটি এলাকায় পানি উঠে গেছে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ উত্তরের অধিকাংশ নদীর পানি বাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, লালমনিরহাট ও নীলফামারীর বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। তবে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এই প্রবণতা অব্যাহত থাকতে পারে আরও তিন দিন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যমুনা নদী বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে এবং ৪৮ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমা পেরিয়ে যেতে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা, সোমেশ্বরী এবং ভুগাই-কংশ নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।